Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে হারীর টাকা না পেয়ে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে হারীর টাকা না দিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মহিষকুড় গ্রামের মৃত নেছার মোল্যার ছেলে আব্দুল মান্নান মোল্যা। তিনি তার লিখিত বক্তব্যে জানান, মনিরুল কবির একটি হত্যা (জিআর-১৭৪/২০০১) মামলার প্রধান আসামি। দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর ২০১৩ সালে সে বাড়ি ফিরে মহিষকুড় ও মাড়িয়ালা মৌজায় আমার প্রায় ১০ বিঘা জমি জোর করে দখল করে নেয়। এ ঘটনায় ৩০ জুন’১৯ তারিখে থানায় বসাবসি করে জমি ফেরত দেবে নইলে হারী টাকা পরিশোধ করবে বলে লিখিত মীমাংসা হয়। কিন্তু সে সিদ্ধান্ত ও আইন কোনটাই মানে না। উপায় না পেয়ে গত ১০ অক্টোবর আমি শান্তিপূর্ণভাবে আমার জমিতে দখল বুঝে পাই। কিন্তু হারীর টাকা আজও বুঝে পাইনি। উপরোন্ত কবির মাছ না পেয়ে ছিপে কামড় দিতে শ্রীউলা গ্রামের আওয়মী লীগ নেতা আলাউদ্দীন লাকিকে অহেতুক জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। আমি তার সকল ষড়যন্ত্রমূলক অপকর্মের প্রতিবাদ জানাই পাশাপাশি চলতি বছরের জমির হারীর টাকা যাতে পেতে পারি তার ব্যবস্থা করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version