Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিদ্যুৎ দেওয়ার নামে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে আশাশুনি অঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ফেরদৌস হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে আশাশুনি প্রেসক্লাবে খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভুক্তভোগী মানুষের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৃপেন্দ্র নাথ মন্ডল। লিখিত অভিযোগ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন- ফেরদৌস হোসেন আশাশুনি মহিলা কলেজের এক প্রভাষকের মাধ্যমে তাকে মিটার ও খুঁটি প্রতি এক হাজার টাকা দিলে খাজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সুসংবাদ প্রচার করেন। ফেরদৌসের কথা বিশ্বাস করে ১৯ মার্চ’১৭ তারিখে রমেশ মন্ডলের মারফত তার কাছে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা হস্তন্তর করি। এরপর তার কাছে ২৩ মার্চ ফটিকখালী গ্রামের খগেন্দ্র নাথ সানার মাধ্যমে ৫০ হাজার টাকা, ৩১ মার্চ পুলিন বিহারি সরকারের মাধ্যমে ২০ হাজার টাকা ও ১ এপ্রিল রমেশ চন্দ্র মÐলের মাধ্যমে ১ লক্ষ ৬৩ হাজার টাকা হস্তান্তর করি। টাকা হস্তান্তরের সময় প্রধান শিক্ষক কিংকর মÐল, ইউপি সদস্য রামপদ সানা, ফটিকখালী গ্রামের হাসেম গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন। টাকা প্রাপ্তির পর ফেরদৌস নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে না পারায় আমরা বুঝতে পারি তিনি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন। এরপর তার কাছে টাকার জন্য চাপ দিলে সে বিভিন্ন তালবাহানা করে চলেছেন। প্রতারক ফেরদৌসের প্রতারণার শিকার হয়ে আমরা প্রায় ৩’শ গ্রাহক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version