Site icon suprovatsatkhira.com

আনুলিয়ায় খাসজমিতে অবৈধভাবে পাকা স্তাপনা তৈরির অভিযোগ!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কাকবাসিয়া বাজারে খাস জমি দখলে নিয়ে পাকা ঘর নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। স্তানীয় এ টি এম নামের এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানান, কাকবাসিয়া গ্রামের জামির গাজীর ছেলে ফারুক হোসেন কাকবাসিয়া বাজারের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খাস জমি দখলে নিয়েছেন। একই সাথে সেখানে অবৈধভাবে পাকা স্তাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। ভবনটি নির্মিত হলে স্কুলে যাতায়াতের পথ আংশিক বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থীদের যানবাহনে ও পায়ে হেটে যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। বৃহত্তর স্বার্থে জমিটি উদ্ধারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version