নভেম্বর ২০, ২০১৯
আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডারের সংবাদ সম্মেলন
তালা প্রতিনিধি: তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ উপজেলা কোম্পানি কমান্ডারকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও সাবেক আনসার সদস্য কর্তৃক আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক বরাবর দাখিলকৃত মিথ্যাচারের প্রতিবাদে বুধবার (২০নভেম্বর) তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় অনুষ্ঠিত জনাকীর্ণ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আনসার ও ভিডিপি তালা উপজেলা কোম্পানি কমান্ডার মো: আব্দুল গফুর। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তালা উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ৪৮ জন ইউনিয়ন দলনেতা-নেত্রীসহ কর্মী দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। সম্মেলনে প্রায় সকলের উপস্তিতিতে লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে দুর্নীতি-অনিয়ম,স্বজনপ্রীতি জিরো টলারেন্সে চলে এসেছে। একজন সৎ,পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এছাড়া তার অধীনে দায়িত্ব পালনকালে আচার-ব্যবহারে সকলে সন্তুষ্ট বলে দাবি করেন, আব্দুল গফুর। তিনি তার বক্তব্যে আরো বলেন, আনসার ও ভিডিপি কর্মকর্তার আচরণে প্রায় সকল আনসার ও ভিডিপি দলনেতা, আনসার সদস্য-সদস্যা সন্তুষ্ট হলেও কতিপয় স্বার্থান্বেষী, কু-চক্রী, অর্থলোভী বিশেষ করে সাবেক আনসার সদস্য আসলাম উদ্দীনসহ তার কতিপয় অনুসারীরা খুশী হতে পারেননি। তাদের হীন উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে তাহমিনা খাতুনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ক‚-রুচীপূর্ণ অভিযোগ উত্থাপন করে আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক ও স্তানীয় সাংবাদিকদের কাছে সরবরাহ করেছে। যার প্রতিবাদে সত্য তথ্য উত্থাপন ও অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তাই তার অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও তার জানার বিষয়ও না। এসময় অফিসের কর্মচারীবৃন্দসহ সকল সদস্য, সদস্যাবৃন্দ কুচক্রী মহলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করছি। পাশাপাশি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহণের জন্য তার জোর দাবি জানান। 8,631,405 total views, 10,955 views today |
|
|
|