Site icon suprovatsatkhira.com

আজ সমাপনী পরীক্ষায় বসছে জেলার সাড়ে ৩৩ হাজার ৪৪৩ জন ক্ষুদে শিক্ষার্থী

মো. রাকিবুল ইসলাম : আজ রবিবার (১৭ নভেম্বর) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা বোর্ডের অধীনে সমাপনী পরীক্ষা-১৯ যা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলাভাবে গ্রহণ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অধিদপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সাতক্ষীরা জেলায় প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৭টি উপজেলায় ৯০টি কেন্দ্রের ৩৩ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যশোর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে। এরমধ্যে প্রাথমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩শ’ ৯৩ জন। জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা বালক ১৩ হাজার ২শ’ ৩৭ জন এবং বালিকার সংখ্যা ১৪ হাজার ৮শ’ ১৩ জন। জেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা বালক ২ হাজার ৭শ’ ৪৯ জন এবং বালিকার সংখ্যা ২ হাজার ৬শ’ ৪৪ জন। প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় সাতক্ষীরা সদর উপজেলার ১৯টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ৭ হাজার ৬শ’ ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ৬ হাজার ১শ’ ৫৩ জন এবং ইবতেদায়ী ১ হাজার ৪শ’ ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আশাশুনী উপজেলার ১৪টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ৪ হাজার ৪শ’ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ৩ হাজার ৮শ’ ২৫ জন এবং ইবতেদায়ী ৯শ’ ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কলারোয়া উপজেলার ১৩টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ৪ হাজার ১শ’ ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ৩ হাজার ৫শ’ ৬২ জন এবং ইবতেদায়ী ৫শ’ ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কালীগঞ্জ উপজেলার ১২টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ৪ হাজার ৫শ’ ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ৩ হাজার ৯শ’ ৩৭ জন এবং ইবতেদায়ী ৬শ’ ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। শ্যামনগর উপজেলার ১৪টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ৫ হাজার ৪শ’ ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ৪ হাজার ৫শ’ ৪৪ জন এবং ইবতেদায়ী ৮শ’ ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দেবহাটা উপজেলার ৬টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ২ হাজার ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ১ হাজার ৭শ’ ৮৮ জন এবং ইবতেদায়ী ৬শ’ ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তালা উপজেলার ১২টি কেন্দ্রে বালক ও বালিকা মিলে মোট পরিক্ষার্থী ৪ হাজার ৮শ’ ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিকে ৪ হাজার ২শ’ ৪১ জন এবং ইবতেদায়ী ৫শ’ ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ইতোমধ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ, ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক নিয়োগ, মেডিকেল টিম গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের চারিপাশে ১৪৪ ধারা জারীসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version