ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি এমপি রবি জেল হত্যা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তার বক্তব্যে বলেন, বিশ্বের ইতিহাসে জেল হত্যার মতো এমন জঘন্যতম ঘটনা আর কোথাও ঘটেনি । ঐ দিন যাদের হত্যা করা হয়েছিল তারা বঙ্গবন্ধুর সহচর ছিলেন। আগামী প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশ কীভাবে হল। কে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা সেই জাতি যারা দেশের জন্য ও ভাষার জন্য জীবন দিয়েছি। অতীত ভোলা যাবে না। অতীতকে মনে রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রোফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন প্রমুখ। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, জেল সুপার আবু জাহেদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাতক্ষীরা হোসেন শওকত।
আগামী প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশ কীভাবে হল : সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে এমপি রবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/