Site icon suprovatsatkhira.com

অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত অপারেশন ও জরুরী বিভাগ চালু করা হবে-এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত¡াবধায়ক কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় এমপি রবি বলেন, ‘অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রæত অপারেশন ও জরুরী বিভাগ চালু করা হবে। ডাক্তার সংকট দুর করে সিসিইউ ও ডায়ালাসিসসহ সব বিষয়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। অন্যায় করলে ছাড় পাবেন না। সেবার মানুষিকতা নিয়ে কাজ করার আহŸান জানান। এছাড়া মেডিকেল কলেজে সেবাদানকারী ডাক্তারদের মান সম্মান ক্ষুর্ন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত¡াবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক সালেহা আক্তার, উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জি.এম আলমগীর কবির।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version