তালা প্রতিনিধি: রাবেয়া বসরি জিম, জন্মের মাত্র ৬ মাসের মাথায় ডাক্তারি পরীক্ষায় জিমের হার্টের ছিদ্র ধরা পড়ে। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে তিন বছরের ছোট্ট শিশু রাবেয়া বসরিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে তালার শ্রীমন্তকাটি গ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দার ও শান্তা খাতুন দম্পতি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া জিমকে নিয়ে খুলনা, ঢাকা এমনকি ভারতেও চিকিৎসা করিয়ে সর্বস্ব হারিয়েছেন তার বাবা-মা। ভারতীয় চিকিৎসকরা জানিয়েছেন, ছোট্ট জিমকে সুস্থ করে তোলা সম্ভব কিন্তু তার জন্য অপারেশনে লাগবে প্রায় ৩ লক্ষ টাকা। কিন্তু এতো টাকা কোথায় পাবে, এমন চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে জিমের পরিবার। সন্তানের চিকিৎসার জন্য তাই সমাজের সকলের কাছে সহযোগিতার আহŸান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এজন্য যোগাযোগ করা যেতে পারে ০১৯১৫৯৫০১১৫ নম্বরে (জিমের নানী)। এছাড়া সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নং- ০১৫১১৩৪৭২৩৩, রকেট নং- ০১৭১১৩৪৭২৩৩ ও জনতা ব্যাংক তালা শাখার সঞ্চয়ী হিসাব নং ১০২১০৩৪৩৪৮।
৩ বছরের শিশু রাবেয়া বসরি জিমকে বাঁচাতে এগিয়ে আসুন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/