Site icon suprovatsatkhira.com

‘হার্ট ভাল থাকলে হাটে আসেন’ আশাশুনি বাজারে পেঁয়াজ-রসুন-ঝালসহ তরকারির দাম নাগাল ছাড়া!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পেঁয়াজের সাথে সাথে সিতকালীন সবজি ও রসুনের দাম বেড়েছে দ্বিগুণ হারে। উপজেলার বিভিন্ন হাটে বাজারে তরিতরকারি ও পেঁয়াজ রসুনের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে হওয়ায় চরম বিপদে স্বল্প আয়ের মানুষগুলো। হাট থেকে মালামাল কিনে বাড়ি ফেরার পথে এক ক্রেতাতো মজা করে তার এক প্রতিবেশীকে বললেন ‘হার্ট ভাল থাকলে হাটে আসেন’। বাজার মনিটরিং করা না হলে এ অবস্থার উন্নতি হবে না বলে মনে করেন সচেতনমহল। বুধবার (২৭ নভেম্বর) ছিল আশাশুনি সদরের হাট-বাজার। সরজমিনে বাজারে যেয়ে দেখা গেছে, পেঁয়াজ যে মানের হোক আড়াইশ টাকা কেজি, শুকনা ঝাল যা ১৫ দিন আগের দর ছিল ১৮০ টাকা সেখানে দর বেড়ে হয়েছে ৩২০ টাকা কেজি, রসুন ১৪০ টাকার স্থলে হয়েছে ১৮০ টাকা। শীতকালীন তরকারি ফুলকপি ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ২৫ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, ওলকপি ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, বেগুন ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, কাচকলা ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, সিম ৪০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকা, মূলা ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, পেঁপে ২০ টাকা, আলু ২২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, মেটে আলু, ৪০ টাকা, কচু ৪০ টাকা, গাঁজর ৪০ টাকা, ঢ্যাঁড়শ বিক্রি হয়েছে ৪০ টাকা। দাম কমেছে কাঁচা ঝালের ৫০ টাকা থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। জনৈক এক বিক্রেতাকে দাম বাড়ার কারণ কি জানতে চাইলে উপর থেকে যেরকম দরে কিনব সেরকম দামে বিক্রি করতে হবেতো! বুলবুলের প্রভাবও পড়েছে বলে তিনি মতামত ব্যক্ত করেন। এদিকে দাম শুনে অতিষ্ঠ এক ক্রেতা বললেন ‘পত্রিকা, টিভি, ফেইস বুকে দেখি পেঁয়াজের দাম ৫৫ টাকার বেশি বিক্রি করলে জরিমানা হবে। কিন্তু বাস্তবে কোন বিক্রেতা তার দর কমাচ্ছে না। বরং বেশি দামে কিনতে হচ্ছে বলে তারা ইচ্ছামত দর হাঁকাচ্ছেন আর ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। শুধু পেঁয়াজ নয়, তলে তলে রসুন, ঝালসহ অন্যান্য মশলা ও তরকারির দাম বেড়েছে। এই মুহুর্ত্বে প্রশাসন থেকে বাজার মনিটরিং না করলে আমরা বড়ই বিপদে পড়ব’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version