Site icon suprovatsatkhira.com

সড়ক পরিবহণ আইনের বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক র‌্যালি

স্টাফ রিপোর্টার: ‘ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক পরিবহণ আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বাস-টার্মিনাল থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বাস টার্মিনালে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বাস-মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান, জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি আবু শাহিন প্রমুখ। বক্তারা এ সময় সড়ক পরিবহণ আইন-২০১৮ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version