Site icon suprovatsatkhira.com

সরকারি রাস্তার ইট সোলিং তুলে প্রাচীর দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ইটের সোলিং রাস্তার ইট তুলে প্রাচীর নির্মাণ করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের উত্তর পাশে একটি সরকারি রাস্তায় দখল করে রাস্তার ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় ওই এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী প্রতিবাদ করলে উল্টো ক্ষিপ্ত হয় মুনছুর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তো। ইউপি সদস্য আকবর আলী এসে রাস্তা খুলে দেওয়ার কথা জানালেও কোন তোয়াক্কা না করায় দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এতে মুনছুর আলীর স্ত্রী আলেয়া খাতুন, ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তো, ছেলের স্ত্রী আনোয়ারা খাতুনকে বিবাদী করা হয়। পরদিন শনিবার (০২ নভেম্বর) বিষয়টি সখিপুর ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি একজন গ্রাম পুলিশ পাঠিয়ে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেয়। এরপরও থেমে নেই ঐ পরিবারের সদস্যরা। আরও জানা গেছে, মোস্তাফিজুর রহমানের পরিবার দীর্ঘদিন সরকারি খাস জমিতে ডিসিআর নিয়ে বসবাস করে আসছে। সাম্প্রতিক লোভের বশীভূত হয়ে সরকারি রাস্তার ইট তুলে প্রাচীর নির্মাণ করেছে। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুরের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version