Site icon suprovatsatkhira.com

সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসীদের হাত থেকে নিজ সম্পত্তি ও পরিবারকে রক্ষার দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, পাটকেলঘাটা থানার ধানদিয়া কাটালী গ্রামের আব্দুস সাত্তার মল্লিকের ছেলে আবু সাঈদ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২৬/১০/২০১৫ তারিখে কলারোয়া আসাননগর এলাকার ময়জুদ্দীনের নিকট থেকে কোবলা মূলে আমার পিতা আব্দুস সাত্তার, চাচা আব্দুস সামাদ ও আমানুল্লাহ ১৭ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয় সূত্রে দখল করে সেখানে আমরা বসত ঘর তৈরি এবং গাছ পালা রোপণ ও রাস্তার পাশে একটি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলাম। কিন্তু গত ১৭ নভেম্বর বেলা ১১ টার দিকে একই এলাকার মৃত রমজান মল্লিকের ছেলে বাসারাত মল্লিক ও তার ভাই আসারাত মল্লিকের জামাই আলমগিরের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী চাইনিজ কুড়াল, রাম দা, কেরেচসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সম্পূর্ণ বে আইনিভাবে ফিল্মি স্টাইলে আমার বসত ভিটা, দোকান ঘরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। তাদের সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিলে তারা আমার পিতা-মাতাকে মারধর করে এবংও খুন, জখম ও হত্যার হুমকি দেন। এ সময় তাদের সাথে সন্ত্রাসী কার্যক্রমে আরো যারা অংশ নেন তারা হলেন, মিঠু সোহেল, জুয়েল, খায়রুল, মোশাররফ, সাঈদ, আবদার, রবিউল ইসলাম, মুহাম্মদসহ আরো অনেকে। সন্ত্রাসীরা আমার দোকানের যাবতীয় মালামাল তারা লুট করে নিয়ে যান। যার আনুমানিক মূল্য ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। তাদের এ সন্ত্রাসী কার্যকলাপের সকল ভিডিও চিত্র আমাদের কাছে সংরক্ষিত আছে। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে তাদের ভয়ে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা সর্বদা আমাদেরকে হুমকি ধামকিসহ উক্ত জমি ছেড়ে দিতে বলছেন। এমতাবস্থায় তিনি (অবু সাঈদ) সন্ত্রাসী বাসারাত ও তার দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তাদের হাত থেকে তার পরিবার ও সম্পত্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, পিতা আব্দুস সাত্তার মল্লিক ও ছোট ভাই আবু হুরাইরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version