নভেম্বর ১৯, ২০১৯
শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত
আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ১৯৭১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশের সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। এই উপলক্ষে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা স্তম্ভে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো: সাঈদুজ্জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম। 8,484,343 total views, 349 views today |
|
|
|