Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের চুনা নদী থেকে নেট পাটা অপসারণের দাবি

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলার স্লুইচগেট সংলগ্ন চুনা নদী থেকে নেট পাটা অপসারণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করা হয়েছে। শনিবার (২৩নভেম্বর) তিনি বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জনস্বার্থে নেট পাটা অপসারণের জন্য সুপারিশ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ। অভিযোগে বলা হয়েছে, চুনা নদীর গেট সংলগ্ন ৮০/৮৫ জন গরিব অসহায় জেলে চুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কিন্তু ঐ এলাকার সালাম, কুদ্দুস ও ফজলু গাজী চুনা গেট সংলগ্ন এলাকায় আনু: ৩ শত বিঘা জলাকার স্থানে বাঁশের ঘেরা দিয়ে নেট পাটার মাধ্যমে সন্ত্রাসী কায়দায় জবর দখলে রেখেছেন। তাদের বসানো নেট পাটার কারণে পানি সরবরাহ করতে না পারায় নদীর পাড়ে বসবাসকৃত ঘরবাড়িতে পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগ কারীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version