বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের ধান্য খোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেন্সিডিল উদ্ধার ও ঘিবা সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৭) ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২২)। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, ঘিবা সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে, ধান্য খোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধান্য খোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোরের বেনাপোল সীমান্তে ২ মাদক ব্যবসায়ী আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/