Site icon suprovatsatkhira.com

মারামারি ঠেকাতে যেয়ে হার্ট এটাকে মৃত্যু

খুলনা প্রতিনিধি: নগরীর মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকায় যুবকদের দুই গ্রুপের মারামারি ঠেকাতে যেয়ে মো: বশির উদ্দিন (৬২) হার্ট এটাকে মৃত্যু হয়। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এলাকার ফারুক ড্রাইভার ও তার ছেলে সাকিবের সাথে প্রতিবন্ধী আলী হোসেন ও নুর হোসেনের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটে। এসময় বশির ও এলাকার লোকজন মারামারি ঠেকিয়ে দিলেও পরবর্তীতে ফারুকের ছেলে সাকিব মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী কিছু যুবকদের ডেকে আনার পর প্রতিবন্ধী আলী হোসেন ও নুর হোসেনকে বেদম মারপিট করতে থাকে। এসময় বশির যুবকদের মারামারি ঠেকাতে এসে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে তাকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহম্মেদ ঘটনা স্থল পরিদর্শন কালে বলেন বশির উদ্দিন পূর্বে থেকেই হার্টজনিত কারণে অসুস্থ ছিল, যুবকদের মারামারির উত্তেজনায় হার্ট এটাকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলার শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার মিনা শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে তাকে দেখার জন্য আসেন এবং তার পরিবারকে সান্তনা দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version