Site icon suprovatsatkhira.com

মাদরা সীমান্তে জাল রূপীসহ ভারতীয় নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার মাদরা সীমান্তে ইব্রাহিম গাজী ছোট (২৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশী করে ভারতীয় জাল রূপী ও মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে। মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলাম জানান, রোববার (১০ নভেম্বর) রাতে টহলরত বিজিবি সদস্যরা চান্দা গ্রামের মসজিদের পাশে অপরিচিত এক ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৪৪ হাজার ভারতীয় জাল রূপী ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় তার সহযোগী কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে গোলাম কিবরিয়া পালিয়ে যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনির উল গীয়াস জানান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক বহনের দায়ে ভারতীয় নাগরিকের নামে বিজিবি বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। তাকে সোমবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের সোপর্দ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version