Site icon suprovatsatkhira.com

বড়দলে ফরিদকে অনুপ্রবেশকারী আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদুজ্জামান ফরিদকে অনুপ্রবেশকারী নেতা আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে দক্ষিণ বড়দল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ৮নং ওয়ার্ড আ’লীগ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মোল্যা, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মোল্যা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডালিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সবুজ আলম, ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সেক্রেটারি মাহাবুবুল আলম প্রমুখ। বক্তারা বলেন, ফরিদের বাবা মুক্তিযোদ্ধা মরহুম মজিদ মোল্যা বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তাকেই অনুপ্রবেশকারী বলে সংবাদ প্রকাশ হওয়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ফরিদ খুলনার সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ডে বসবাস করাকালীন দীর্ঘদিন ধরে আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ২০০৮ সালের বঙ্গবন্ধু পরিষদের খুলনা জেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে সোনাডাঙ্গা থানা ও ২০১৬ সালে ২৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। দলে তার মত নেতাকে বিতর্কিত করে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন ও এক পক্ষীয় সংবাদ প্রকাশ করায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version