Site icon suprovatsatkhira.com

‘বুলবুলের’ ক্ষত সারেনি! খাজরায় পান চাষির মাথায় হাত

আশাশুনি (খাজরা) প্রতিনিধি: আশাশুনিতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চলে গেলেও তার ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে শিতকালীন সবজি ও পান চাষিদের। পান চাষিদের বরজ ছিন্ন-ভিন্ন হয়ে যাওয়ায় পানের গোড়া ও কাÐ পাঁচ রোগ দেখা দিয়েছে, তাই চরম বিপাকে পড়েছে খাজরা ইউনিয়নের পানচাষীরা। খাজরা গ্রামের মৃত কানাই লাল বীটের দুই ছেলে প্রান্তিক পান চাষি রবীন্দ্র বীট ও বাদল বীট ১ বিঘা জমির উপর পান চাষ করেন। বুলবুলের আঘাতে পান বরজের মাচা উপড়ে পড়ে ও পান গাছ এলোমেলো হয়ে যায়। কিছুদিন পরে বরজে পানের গোড়া ও কান্ড পচা রোগ দেখা দিয়েছে। যার ফলে পাকা পানও কাক্সিক্ষত দরে বিক্রি করতে পারছেন না তারা। এছাড়া তাদের ক্ষেতের শিতকালীন সবজিও ধ্বংস হয়েছে বুলবুলের তাÐবে। আবার নতুন করে তাদের ফসল তৈরিতে মনোযোগ দিতে হচ্ছে। পান চাষি বাদল বীটের স্ত্রী কবিতা রানী জানান- পান ও সবজি চাষের উপর আমাদের পুরো সংসার চলে। বরজের পান নষ্ট হয়ে যাওয়ায় অনার্স পড়–য়া দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে আমরা এখন দিশেহারা। আমাদের বহু টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সরকারিভাবে সাহায্যের আবেদন করেছেন অসহায় পরিবারটি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version