নভেম্বর ১৫, ২০১৯
বুলবুলের আঘাতে জেলার মৎস খাতে ক্ষতি ১০ কোটি ৩৬ লাখ টাকা: সর্বশান্ত চাষীরা
ইব্রাহিম খলিল: জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তিন উপজেলায় ৫ হাজার ১৭ টি মৎস্য ঘের ভেঁসে গেছে। উপক‚লীয় এলাকায় এসব প্রান্তিক চাষিরা এখন সর্বশান্ত হয়ে পড়েছে। শেষ মুহুর্তে বুলবুলের আঘাতে তাদের স্বপ্ন ভেঙে খান খান হয়ে পড়েছে। কীভাবে শোধ হবে ব্যাংক ঋণ। সরকারি ভাবে সহায়তা না পেলে সর্বশান্ত হয়ে পড়বে এসব চিংড়ি চাষিরা বলে মন্তব্য করেছেন বিশেজ্ঞরা। শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নব্যাপি ঘূর্ণিঝড় বুলবুল তান্ডবে চিংড়ি চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। । তফশিলভুক্ত বিভিন্ন ব্যাংক ও বে-সরকারি উন্নয়ন সংস্থা হতে চড়া সুদে ঋণ নিয়ে তারা মৎস্য চাষ করে থাকেন। 8,987,358 total views, 4,531 views today |
|
|
|