Site icon suprovatsatkhira.com

বুধহাটা দ্বাদশ শিব-কালী মন্দিরে জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রী শ্রী জগন্মাতার ঘট স্থাপন পূজার আনুষ্ঠানিকতার শুরু হয়েছে যা চলবে রোববার (১০ নভেম্বর) পর্যন্ত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক এ পূজা অনুষ্ঠিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, জগদ্ধাত্রী দেবী করীন্দ্রাসুর অর্থাৎ মহাহস্তরূপী অসুরকে বধ করেছিলেন। এই কারণে দেবী জগদ্ধাত্রী করীন্দ্রাসুরনিসূদিনী নামে পরিচিত। বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দিরের যুব সংঘের সভাপতি হিরন্ময় আঢ্য জানান, আমরা পূজার সমস্ত আয়োজন শেষ করেছি। আগামী রোববার বিসর্জনের মধ্যে দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। বুধবার (৬ নভেম্বর) সারাদিন ব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা-অর্চনা ও সন্ধ্যায় দেবী মায়ের আরতি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্বাহ্ণে দর্পণ বিসর্জন। বিকেল ৪ টা থেকে খেলাধুলা ও বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, শুক্রবার (৮ নভেম্বর) জাদু প্রদর্শনী, শনিবার (৯ নভেম্বর) ভগবত ও নামকীর্তন অনুষ্ঠিত হবে। ভগবত আলোচনা করবেন ধর্মপ্রচারক বিল্ব মঙ্গল দেবনাথ। রোববার (১০ নভেম্বর) প্রতিমা বিসর্জন পূজায় পৌরোহিত্য করবেন বিকাশ ব্যাণার্জী। অপরদিকে শোভনালী গোড়ার কামালকাটি গ্রামের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, ইউপি সদস্য দিলীপ কুমার, আজিজুল ইসলাম, উদয় কান্তি বাছাড় প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version