Site icon suprovatsatkhira.com

বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম: বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জর্জ কোট আইনজীবী সমিতির ১নং ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি এম নুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব রোকন উদ্দিন ব্যাপারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলার কমিটিকে সঠিক ভাবে পরিচালনা করার নির্দেশ দেন। তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তারা বিভিন্ন সময় সহযোগিতা করেন। ১৯৭১ সালে সাড়ে ৭ কোটি মানুষ এক না হতো তাহলে এ দেশ কখনো স্বাধীন হতো না। স্বাধীনাতা যুদ্ধে যারা পক্ষে ছিল তাদের সম্পদ দেখেন আর যারা বিপক্ষে ছিল তাদের সম্পদ দেখেন। আমরা সরকারের কাছে অর্থ সম্পদ চাই না আমাদের এই সংগঠনকে স্বীকৃতি চাই। আপনাদের এই কমিটিতে যাদের নাম দেবেন তারা যেন রাজাকার, জামায়ত না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। আপনাদের নিয়ে ডিসেম্বর মাসে বড় আকারে সম্মেলন করার প্রস্তুত নিয়েছি। তিনি আরও বলেন, ‘সরকার দেশে ৭০-৮০ প্রকার মানুষের মধ্যে ভাতা প্রদান করছেন।’ বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি আমান উল্লাহ দেওয়ান, খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক আহছান আলী প্রমুখ। এছাড়া সাতক্ষীরা আইনজীবী সমিতির উপদেষ্টা মন্ডলী সদস্য অ্যাড. আজহারুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা সহযোগী মুক্তিযোদ্ধার সভাপতি মো. জামিনুর রহমান (সুমন) এছাড়া ৭টি থানার সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ থানা কমিটির সদস্য শফিকুল ইসলাম। গীতা পাঠ করেন, আইনজীবী সদস্য অ্যাড. পঙ্কজ সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জজকোর্টের আইনজীবী সহকারী আবুল হোসেন বাবলু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version