Site icon suprovatsatkhira.com

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করেছে : এমপি রবি

ডেস্ক রিপোর্ট: ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকাল ০৪টায় সদরের কুশখালী ইউনিয়নের কুশখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং কুশখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন বলেই ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা মানুষের জনসমুদ্র। এখন কোন মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ এখন সুখে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করছে। সকল সেক্টরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। ভিশন ২০৪১ এর লক্ষ মাত্রা নিয়ে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করেছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের সাথে নিয়ে বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল, জেলা পরিষদের সদস্য অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ: জব্বার, যুব নেতা শেখ সফি উদ্দিন সফি, পৌর আওয়ামী লীগের সহ-সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। উন্নয়নমূলক জারি গান পরিবেশন করেন জেলা তথ্য অফিসের আক্তার হোসেন বয়াতি। কুশখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অসংখ্য জনগণ হাজির হয়ে অনুষ্ঠান উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. মনিরুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version