Site icon suprovatsatkhira.com

প্রতিবন্ধী নারীকে লাঞ্ছিতের অভিযোগ

মাজহারুল ইসলাম: সদর উপজেলার বল্লী ইউনিয়নে এক মানসিক প্রতিবন্ধী নারীকে মারপিট ও শারীরিক ভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। গত সোমবার (০৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে অভিযুক্ত ফিরোজ হোসেন গাঁ ঢাকা দিয়েছে। এ বিষয়ে ওই প্রতিবন্ধী নারীর বাবা জানান, আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী। দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে ফিরোজ নামের এক বখাটে। এরই জের ধরে গত সোমবার বিকেলে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে একই এলাকার লম্পট ফিরোজ হোসেন। সে আমার মেয়েকে হাত-পা বেঁধে মারপিট করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে লোক মুখে শুনে আমরা তাকে উদ্ধার করি। বখাটে ফিরোজ হোসেন একই এলাকার ইউনুস মুন্সির ছেলে। তিনি আরও জানান, ইতোপূর্বে সে আমার মেয়েকে মারপিট করে যার প্রেক্ষিতে গত ২০১৭ সালের ৪ এপ্রিল আমি সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করি। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু বর্তমান ঘটনার পর আমি কোর্টে মামলা করতে চাইলে মামলা না করার জন্য ফিরোজের লোকজন আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ হোসেন জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version