Site icon suprovatsatkhira.com

পৌরসভার বিভিন্ন এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনি ও সরদার বাড়িসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় বদ্দিপুর কলোনি মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বদ্দিপুর কলোনির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পুরাতন সাতক্ষীরা এ, করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি, শিক্ষক আজাদুল ইসলাম, আব্দুল জব্বার, বদ্দিপুর কলোনির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ৪-৫ মাস ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতার মধ্যে দুর্বিষহ জীবন যাপন করছেন। তার উপর সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের সময় অতিবৃষ্টিতে এখানকার আরো অনেক নতুন নতুন এলাকা পানিতে নিমজ্জিত হয়। এতে এই এলাকার শত শত বিঘা মৎস্য ঘের, পুকুর, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া এই এলাকার কোমলমতি শিক্ষার্থীরা পানির উপর দিয়ে পায়ে হেটে অক্লান্ত পরিশ্রম করে স্কুল কলেজে যাচ্ছেন। বক্তারা এসময় বিস্তীর্ণ এ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version