পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবশেষে পাইকগাছা পৌর সদরে জনগণের বহুল কাঙ্খিত প্রধান সড়ক এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার জিরোপয়েন্ট থেকে বাজার সার্জিক্যাল ক্লিনিক পযর্ন্ত দুইটি টেন্ডারের প্রায় দেড় কোটি টাকায় সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর। অপরদিকে শিববাটি ব্রীজ থেকে পুরাতন খাদ্য গুদাম (ভাঙ্গনক‚ল) পর্যন্ত ৫৩ লাখ টাকার আরও একটি সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন। দুটি সড়ক নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান ও আসমা আহম্মেদ, জি এ রশীদ, মিরাজুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল,কোমল মন্ডল, সন্তোষ সরদার, সুজন সানা, উদয় মন্ডল, হিরেন্দ্রনাথ সানা, মৃনাল সানা প্রমুখ। উল্লেখ, জিরোপয়েন্ট থেকে বাজার হয়ে শিববাটি ব্রীজ পযর্ন্ত রাস্তাটি দীর্ঘ দিন যাবত সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার মধ্যে ছোট-বড় খানাখন্দ থাকার ফলে মানুষ যাতয়াতে চরম দুর্ভোগে পড়ছে, সেজন্য জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, চলে সর্বত্রই সমালোচনার ঝড়। এমনই সময় এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌরমেয়র এর সর্বাঙ্গিক প্রচেষ্টায় রাস্তা নিমার্নের সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সড়ক নির্মাণ কাজের শুভ স‚চনা করলেন পৌরমেয়র। মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকের আবার জিজ্ঞাসা? সঠিক সময়ে রাস্তা নির্মাণ কাজ শেষ হবে কিনা? এদিকে সব আশংকা দ‚র করে পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর জানান, রাস্তা নির্মাণে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল কিন্তু বর্ষা মৌসুম এবং প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিলম্ব হয়েছে।
পাইকগাছা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/