Site icon suprovatsatkhira.com

নওয়াবেঁকী বাজারে ময়লা ফেলে চলছে রাস্তা সংস্কার

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে ময়লা ফেলে ও জোড়া তালি দিয়ে চলছে রাস্তা সংস্কারের কার্যক্রম। সংস্কারের কাজে বালুর বদলে দেওয়া হচ্ছিল বাজারের ডাস্টবিনের ময়লা। পচা দুর্গন্ধ যুক্ত ময়লা ও আবর্জনা একত্রিত করে ফেলা হচ্ছে নতুন রাস্তার কাজে। সপ্তাহের বুধবার নওয়াবেঁকী বাজারে হাটবার। বাজারটিতে আটুলিয়া ইউনিয়নবাসী সহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে নানান শ্রেণি-পেশার মানুষ বাজার করাকে কেন্দ্র করে ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ভিড় জমায়। বাজারের উত্তর পাশের খানা খন্দে এবং বিভিন্ন স্থানের ইট উঠে গেছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে কিছুদিন পরে নজরে আসে স্থানীয় জনপ্রতিনিধিদের। শুরু হয় বাজারের অলি-গলির রাস্তা সংস্কারের কার্যক্রম, সংস্কারের স্থানে পুরাতন ইট, বালু দিয়ে তড়িঘড়ি করে কয়েকদিন যাবৎ চালিয়ে চাচ্ছিল সংস্কারের কাজ। হটাৎ বাজারের কতিপয় কিছু দোকানিদের চোখে পড়ে পুকুর চুরির দৃশ্য। সরেজমিনে জেয়ে দেখা যায় পচা দুর্গন্ধ পানির ভিতর ময়লা আবর্জনা ফেলে তার উপরে কোন রকম বালুর প্রলেপ দিয়ে বানানো হচ্ছে লোক দেখানো রাস্থা। স্থানীয় দোকানিরা বলেন সামনে (১০ডিসেম্বর) বাজার ব্যবস্থাপনা কমিটির ভোটকে কেন্দ্র করে লোক দেখানো এবং দায় সারার মত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানাজায় নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো: আবু সালেহ বাবুর সার্বিক তত্ত্বাবধানে ও কতিপয় অসাধু মেম্বারের নেতৃত্বে এ সংস্কারের কার্যক্রম চালাচ্ছে। বিষয়টি জানতে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালে বাবুর কাছে মোবাইলে কয়েকবার ফোন দিলে কোনা সাড়া যায়নি। জোড়া তালি দিয়ে বানানো রাস্তাটি বেশিদিন টিকবে না বলে জানান উৎসুক জনতা ও দোকানিরা। এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনতা মহল, বাজার মুখী ক্রেতা সহ বাজারে দোকানিরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version