Site icon suprovatsatkhira.com

দেবহাটায় সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সমাজসেবা অধিপ্তরের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সকলকে অবহিত করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর রশিদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, আমার বাড়ি আমার খামারের উপজেলা সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল, ইউপি সদস্য ফাতেমা খাতুন, শাহনাজ পারভিন, আরতী রানী প্রমুখ। এ সময় বক্তারা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মানুষের সামাজিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে আগামীতে এই সেবার কর্ম-পরিধি আরো বাড়ানোর আহŸান জানান। কর্মশালায় সরকারী কর্মকর্তা ও সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version