Site icon suprovatsatkhira.com

দেবহাটার সেন্ট্রাল হাইস্কুলের পরিত্যক্ত ভবন টেন্ডারে অনিয়মের অভিযোগ: পুনরায় নিলামের দাবি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ সেন্ট্রাল হাই স্কুলের পরিত্যক্ত ভবন নিলাম টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রাপ্ত তথ্যে জানা যায়, শিক্ষা প্রকৌশলী দফতরের অধীনে বিদ্যালয় আধুনিকায়নের লক্ষে ৪তলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণ হবে ওই স্কুলে। সে কারণে পূর্বের পরিত্যক্ত ভবনের স্থানে সেটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার প্রেক্ষিতে পুরাতন ভবনটি ভেঙে ফেলার দরকার পড়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর ও ম্যানেজিং কমিটির মতামতে সরকারি পরিত্যক্ত ভবন টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়। সরকারি নিয়ম অনুসারে ২লাখ ৫৬হাজার ৪শ’ ৪২টাকা দরপত্র নির্ধারণ করে দেওয়া হয়। সেই সাথে প্রতি সিডিউল ৩শ’ টাকা হারে মোট ৪০টি সিডিউল বিক্রি হয়। হিসাব মতে মোট ১২হাজার টাকার সিডিউল বিক্রয় হয়েছিল। গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার ছিল টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। সরকারি নিয়ম অনুসারে শুক্র, শনি ছুটি থাকায় রোববার টেন্ডারের চুড়ান্ত করতে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়। তবে, অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে নির্ধারিত দিনের শেষ সময়ে মাত্র ৮টি দরপত্র জমা দেওয়া হয়। যেখানে ৪০টি সিডিউল বিক্রয় হয়েছে তার বিপরীতে মাত্র ৮টি জমা দেওয়া হয়। যার মধ্যে সর্বোচ্চ দাম হিসেবে সাতক্ষীরার দিশা ইন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২লাখ ৬১হাজার ৫শ’ টাকা দাম দিতে আগ্রহ প্রকাশ করে। যা বিষয়টি স্থানীয়দের নিকট সন্দেহের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিনাল কান্তি হালদার জানান, বিষয়টি মাধ্যমিক শিক্ষা দফতরের মাধ্যমে নিয়ম মেনে হয়েছে। দিশা ইন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক জানান, সরকারি যে দাম দিয়েছে সে অনুযায়ী আমি কাজ পেয়েছি। অনিয়মের অভিযোগে জানতে চাইলে তিনি বলেন, আপনি সরকারি দাম সম্পর্কে কি জানেন? জেনে তারপর কথা বলতে আসবেন। আমি কোন অনিয়ম করিনি। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, ৪০টি সিডিউল বিক্রয় হয়েছিল কিন্তু সেখানে ৮টি জমা দেওয়ার বিষয়টি আমারও সন্দেহ হয়েছিল। তবে টেন্ডার কমিটির সদস্যরা কোন অভিযোগ না করায় এটি চুড়ান্ত করার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version