Site icon suprovatsatkhira.com

তালায় ভিপি সম্পত্তি দখলের অভিযোগ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ভূমিদস্যু আসলাম সরদার কর্তৃক ভিপি সম্পত্তিসহ বিভিন্ন মানুষের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় তালা উপজেলার জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করেও ভিপি সম্পত্তি রক্ষা করতে পারেনি। ভিপি সম্পত্তি সরকারের অনুমতি ছাড়া ভূমিদস্যু আসলাম সরদার পাকা প্রাচীর নির্মাণ করে নিজের দখলে রেখেছে। সরেজমিনে যেয়ে দেখা যায়, তালা উপজেলার মোবারকপুর গ্রামের মোবারকপুর মৌজার ২৪৬ হাল এর ২১৪ দাগে ৩৮ শতক ভিপি জমি দখল করে পাকা প্রাচীর নির্মাণ করে নিজের দখলে রেখেছে। আসলাম সরদার ভিপি সম্পত্তি দখল করেই ক্ষান্ত হননি, একই এলাকার আব্দুর রহমানের ক্রয়কৃত ৫ শতক জমি কৌশলে দীর্ঘ ১৬ বছরের দখলীয় সম্পত্তি জোর দখল করে রেখেছে। ঘটনাস্থলে সংবাদকর্মীদের উপস্থিতির খবর পেয়ে প্রভাস ও সুভাস সংবাদকর্মীদের জানান, আসলাম সরদার আমাদের বসত ভিটার জমি ভুয়া মালিক বানিয়ে দলিল করে নিয়েছে। এবিষয়ে মোবারকপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আজিজ বলেন, ‘ভিপি সম্পত্তি কোন প্রকার ডিসিআর ছাড়া গায়ের জোরে পাকা প্রাচীর নির্মাণ করে দখল করে রেখেছে আসলাম সরদার। একই এলাকার বাহারুল ইসলাম, অরুপ দা, মিরাজ শেখ , আমিরুল ইসলাম বলেন, আসলাম সরদার ৩৮ শতক ভিপি সম্পত্তি দখল করেই ক্ষান্ত হননি, সে আব্দুর রহমানের দীর্ঘ ১৬ বছরের ভোগ দখলীয় জমি কিছুদিন আগে দখল করে নিয়ে অসংখ্য গাছ বিক্রি করেছে। এবিষয়ে আব্দুর রহমান জানান, ২১জুলাই ০৩ সালে সুবল চন্দ্র হরির নিকট থেকে মোবারকপুর মৌজার ২১৪ নং দাগে ৫ শতক জমিসহ অন্যান্য দাগে ৪১শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। কিন্তু আসলাম সরদার ও তার বাহিনী গত ৭ আগস্ট সকাল ৮টার দিকে আমার ভোগ দখলীয় সম্পত্তি জোর দখল করে নেয়। এবিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ সুপার বরাবর আমার দখলীয় সম্পত্তি ফেরত পাওয়ার দাবি জানিয়ে আবেদন করা হয়েছে’। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এ প্রতিবেদককে জানান, গ্রাম্য সালিশে আসলামকে আব্দুর রহমানের জমি ফেরত দেওয়ার জন্য বলা হলে আসলাম আব্দুর রহমানের জমি ফেরত দেওয়ার ওয়াদা করে। কিন্তু জমি ফেরত না দিয়ে গায়ের জোরে সে ভিপি জমিও দখল করে রেখেছে। উল্লেখ্য আসলাম সরদারের বিরুদ্ধে বিভিন্ন মানুষের সম্পত্তি দখলের সংবাদ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ হলেও তার দৌরত্বের শেষ নেই। এবিষয়ে দখলদার আসলামের কাছে দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ ৫ দাগ থেকে ক্রয় করে ক্রয় সূত্রে আমি জমি দখলে নিয়েছি। ভিপি সম্পত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মধ্যে কোন ভিপি সম্পত্তি নেই। সংবাদ কর্মীরা যখন আসলামকে জানায় তাদের কাছে প্রমাণ আছে ভিপি সম্পত্তির বিষয়ে তখন তিনি বলেন, অল্প এনিমি সম্পত্তি আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version