নভেম্বর ১৯, ২০১৯
চলন্তবাসে অজ্ঞান পার্টির কবলে কালিগঞ্জের এক ভাটা শ্রমিক
নিজস্ব প্রতিনিধি: অজ্ঞান পার্টির কবলে পড়ে কালিগঞ্জের আলমগীর হোসেন (৩৫) নামে এক ভাটা শ্রমিক সর্বস্ব হারিয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের পাইকাড়া গ্রামের জনাব আলী গাজীর ছেলে। ভুক্তভোগী আলমগীর হোসেনের স্ত্রী জানান, সোমবার তার স্বামী ফরিদপুরের একটি ভাটা থেকে দীর্ঘদিন পর কাজ শেষ করে বাসযোগে কালিগঞ্জের নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া নামকস্থানে পৌঁছালে চলন্তবাসে দু’জন অজ্ঞান পার্টির সদস্য তার স্বামীকে চকলেট ও পানি খাইয়ায়ে অচেতন করে ফেলে। এসময় তার স্বামীর কাছে থাকা ৫৬ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। পরবর্তীতে বাসটি কালিগঞ্জ কাউন্টারে পৌঁছানোর পর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, সোমবার সন্ধ্যার দিকে অজ্ঞাত পার্টির কবলে পড়া আলমগীর হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। 8,570,754 total views, 9,459 views today |
|
|
|