Site icon suprovatsatkhira.com

কেঁড়াগাছিতে গরিব ও মেধাবী ছাত্রীকে এসএসসি ফরম পূরণে আর্থিক সহায়তা

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে সার্চ মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলা শাখা । সোমবার (১৮ নভেম্বর) হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো: মাসুদুর রহমানের অর্থায়নে ও সীমান্ত প্রেসক্লাব কলারোয়ার সার্বিক ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সার্চ মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজু আহমেদ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মো: মেহেদী নেওয়াজ সোহাগ, সাধারণ সম্পাদক, শফিকুর রহমান, অর্থ সম্পাদক মো: হোসেন আলী, ঝাউডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক মোশাররফ হোসেন, হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, সহকারী শিক্ষক মোন্তাজুল হক, রবীন্দ্রনাথ মন্ডল, আ: আলীম, শ্রী অসীম কুমার, কাওসার আলী, সাবিনা ইয়াসমিন, পারুল রানী, হোসনেয়ারা খাতুন, শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় ঐ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ, কেন্দ্র ফি ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয় ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version