মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি: আকাশের মেঘ দেখলেই বন্ধ হয়ে যায় পল্লী বিদ্যুতের সেবা। সেই সাথে বন্ধ হয়ে যায় গ্রামীন ফোনের নেটওয়ার্ক। ঝড় হোক আর নাই হোক ঘন্টার পর ঘন্টা বিদ্যুত সরবাহ বন্ধ করে দেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সরকার যেখানে শতভাগ বিদ্যুতায়ন করে চলেছে সেখানে ঐ বিভাগের কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এমন কাজে করেন বলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভায় উদ্ধতন কর্মকর্তা ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা ক্ষোভ জানান।
এসময় তারা আরো অভিযোগ করে বলেন, ঘটে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের শুরুর আগে থেকেই বন্ধ হয়ে যায় বিদ্যুত সেবা। এতে বিকল হয়ে পড়ে জরুরী যোগাযোগ ব্যবস্থা। এমনকি কন্ট্রোল রুম থেকে বিভিন্ন স্থানে যোগাযোগ করতেও ব্যাপক সমস্যার মূখে পড়তে হয়। দূর্যোগ কালিন সময় বা জরুরী মূহুর্তের সময় বিদ্যুত না থাকায় গ্রামীন ফোনের গ্রাহকরা পড়েন ভোগান্তিতে। এমনকি ঐসময়গুলোতে পল্লী বিদ্যুত বিভাগের সাথে যোগাযোগ করা হলেও তাদের ভিতরে ব্যাপক অনিহার সৃষ্টির পাশাপাশি তাদের কাজে ব্যাপক গাফিলতি দেখা যায়। এতে গোটা এলাকা অন্ধকাচ্ছন্ন হয়ে পড়ায় মানুষের ভোগান্তির পাশাপাশি জানমালের ক্ষতির পরিমান বৃদ্ধিপায়। এসমস্যার উত্তোরণের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা জানানো হয় সভায়।
সভায় বুলবুলের ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান চিহ্নিত করে তাদের পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। একই সাথে বিভিন্ন এলাকার ভেঙ্গে পড়া গাছ অপসরন করা সহ চলাচলের প্রতিবন্ধকতা বিষয়গুলো সমাধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের সময় যে সব কর্মকর্তারা দূর্যোগকালে কর্মস্থলে উপস্থিত ছিলেন না তাদেরকে কারণ দর্শণের জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,বিজিবি’র নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন ও সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।
উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় পল্লী বিদ্যুত ও গ্রামীন ফোনের গ্রাহকসেবার প্রতি ক্ষোভ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/