Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২৪৫

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে মোট ২৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। রবিবার (১৭ নভেম্বর) থেকে আশাশুনি উপজেলায় ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৪১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৩২৫ জনের মধ্যে অনুপস্থিত ৯, দরগাহপুর স/প্রা বিদ্যালয় কেন্দ্রে ২৪০ জনের মধ্যে অনুপস্থিত ৪, বড়দল আফতাব উদ্দিন কলে: স্কুল কেন্দ্রে ৩৯২ জনের মধ্যে অনুপস্থিত ৫, আশাশুনি সরকারি মা/বিদ্যালয় কেন্দ্রে ৩৮০ জনের মধ্যে ৭, মাড়িয়ালা মা/বি কেন্দ্রে ৩৭৬ জনের মধ্যে ৭, পিএনএফ ধনীরাম মা.বি কেন্দ্রে ৪০৭ জনের মধ্যে ৯, বিছট নিউ মডেল মা/বি কেন্দ্রে ৩৬৭ জনের মধ্যে ৮, প্রতাপনগর ইউনাইটেড একাডেমী মা/বি কেন্দ্রে ৩২৯ জনের মধ্যে ৯ ও টেংরাখালী মা/বি কেন্দ্রে ২০৯ জনের মধ্যে ১ জন অনুপস্থিত ছিল। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বমোট ৩৮২৫ জনের মধ্যে অনুপস্থিত ৬৭ শিক্ষার্থী। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ৪৩৩ জনের মধ্যে অনুপস্থিত ৯৩, চেউটিয়া এসজিএস মাদরাসা কেন্দ্রে ২৩৫ জনের মধ্যে ৩৮, দরগাহপুর সরকারি প্রা/বি কেন্দ্রে ৭৩ জনের মধ্যে ১২ জন, গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫৭ জনের মধ্যে ২১ ও প্রতাপনগর আল আমিন মহিলা মাদরাসা কেন্দ্রে ১৪৪ জনের মধ্যে ১৪ জন অনুপস্থিত ছিল। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট ৯৪২ জনকে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ১৭৮ জন অনুপস্থিত রয়েছে। এদিকে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে সুপেয় মাম পানির বোতল তুলে দেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, এসআই হাসানুজ্জামান, এএসআই আলমগীর হোসেনসহ পরীক্ষাকেন্দ্র নিয়ন্ত্রন কর্মকর্তাবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version