Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ফেসবুকে বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ফেসবুকে বিদ্বেষমূলক সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে মর্যাদাহানি করার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন লক্ষীখোলা (বাইনতলা) গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মণ্টু। লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিবার (২৪ নভেম্বর) সাংবাদিক ফায়জুল কবীর তার নিজস্ব ফেসবুক আইডিতে ‘আশাশুনিতে সংখ্যালঘু নির্যাতনকারী শীর্ষ সন্ত্রাসী মণ্টু এখন পল্লীর এরশাদ শিকদার’ শিরোনামে বিভিন্ন ভিত্তিহীন তথ্য পরিবেশন করে আমার সামাজিক মর্যাদাহানি করেছেন। পাশাপাশি হিন্দু মুসলিম সম্পর্ক বিনষ্ট হয় এমন সংবাদ প্রকাশ করে জাতিগত দ্ব›েদ্বর সৃষ্টির অপ-প্রয়াস করেছেন। সংবাদে ১৩ মার্চ লক্ষীখোলা গ্রামের মনোহর মÐলের বাড়ি হামলা করে ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে। মনোহরের ছেলে বিনয় কৃষ্ণ মÐল ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাতে তিনি আমার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। হিমাংশু সানার কাছে আমি মাছ বিক্রির ৩০ হাজার টকা পাব। বাইনতলা বিলে আমার ৪৯ বিঘা জমিতে মৎস্য ঘেরের জমি পাবেন বলে আমার নির্বাচনি প্রতিপক্ষ লাল্টু বাহিনীর লোকজন বিভিন্ন দফতরে অহেতুক অভিযোগ করলে তৎকালীন ওসি শাহীন সাহেব নিজে সরেজমিন তদন্ত পূর্বক মাপ-জরিপ শেষে আমার জমি বুঝে দেন। আমার ভাই সিরাজুল ইসলাম ছট্টুকে নিয়ে নারী নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদে ১৩ মার্চ, ১২ জুলাই, ২৭ এপ্রিল ২৪ মার্চ’র যে ঘটনা বর্ণনা করা হয়েছে তা কোন সালের সেটা উল্লেখ করেননি। এমনকি যে আলিম মেম্বরের কথা উল্লেখ করা হয়েছে তিনি আজ ৪ বছর যাবৎ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজ করছেন। উক্ত আইডি থেকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে এবং আমার সামাজিক অবস্থা বিনষ্ট করতে এমন সংবাদ পোস্ট করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিকার প্রার্থনা করে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
ক্যাপশান : আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আজহারুল ইসলাম মণ্টু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version