Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জাতীয় যুব দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সংগঠনের অনুদান, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। পিকেএসএফ ও উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে দিবসটির সকল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমাÐার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, এসকে হাসান, আকাশ হোসেন, আত্ম-স্বাবলম্বী যুব সুশান্ত মল্লিক, পিয়া সেন প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করেন মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক ও শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার অর্জন করেন উন্নয়ন প্রচেষ্টা। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version