অক্টোবর ২৬, ২০১৯
মাদক ও দুর্নীতির সাথে জড়িত কেউ ছাড় পাবে না : শেখ আফিল উদ্দিন এমপি
বেনাপোল প্রতিনিধি: মাদক ও দুর্নীতির সাথে জড়িত কেউ ছাড় পাবে না। সে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ বা যে দলেরই হোক না কেন কোন ব্যক্তির বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কোন আ’লীগের ব্যক্তির বিরুদ্ধে মাদক বা দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তাকে তাৎক্ষণিক দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হবে। দেশের প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মাদক থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতির অনুসন্ধান চালিয়ে তালিকা তৈরির কাজ শুরু করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের শার্শায় শনিবার (২৬ অক্টোবর) সকালে বিভিন্ন তথ্য সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা)’র সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এসব কথা বলেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে পুলিশিং-ডে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষানবিশ পুলিশ সুপার এম এ হাদি, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই ¯েøাগানে শার্শা থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা অডিটোরিয়মে শেষ হয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বক্তারা। পুলিশের সুফলসহ সকল কার্যক্রম দ্রæত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। 8,570,727 total views, 9,432 views today |
|
|
|