অক্টোবর ৩১, ২০১৯
বেনাপোল সীমান্তে ৪৯ পিচ স্বর্ণের বারসহ আটক-১
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি ৮শ’ ২০গ্রাম ওজনের ৪৯ পিচ স্বর্ণের বারসহ মোমিনুর রহমান (৬০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় বেনাপোল সীমান্তের সাদিপুর সড়কের সিটি আবাসিক হোটেল থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক মোমিন বেনাপোল সাদিপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমাণের স্বর্ণ নিয়ে বেনাপোল বর্ডারের সাদিপুর মোড়ে সিটি আবাসিক হোটেলে অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৪৯পিচ স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃতের নামে স্বর্ণ পাচারের মামলা প্রক্রিয়া চলছে। 8,570,423 total views, 9,128 views today |
|
|
|