অক্টোবর ১৮, ২০১৯
দাপ্তরিক কাজে ব্যস্ত: মুমূর্ষু শিশুকে দেখিনি শ্যামনগরের টিএইচএ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাস কষ্টে আক্রান্ত এক শিশুকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ শিশু বিশেষজ্ঞ ডা.অজয় কুমার সাহা। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় শিশুটিকে সেবা দিতে পারেননি তিনি। শিশুটির পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় শিশু নাসেরের শ্বাস কষ্ট বেড়ে যায়। চিকিৎসার জন্য আমরা দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. অজয় কুমার সাহার নিকট নিয়ে আসলে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত আছেন জানিয়ে দুপুর আড়াইটার পরে তার নিজস্ব চেম্বারে আসার জন্য বলেন। তার এমন বক্তব্যে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, হাসপাতালে ডা. অজয় কুমার সাহার চেম্বারে কাজ নিয়ে গেলে তিনি গুরুত্ব না দিয়ে বরং খারাপ ব্যবহার করে থাকেন। ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করে বলেন, ডাক্তারদের এমন দায়িত্বহীনতা কতটা যুক্তিসংগত তা আমাদের জানা নেই। এ বিষয়ে ডা. অজয় সাহার মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি এখন রোগী দেখছি কথা বলতে পারছি না। কোথায় রোগী দেখছেন জানতে চাইলে তিনি বলেন, বাসায় রোগী দেখছি। 8,502,178 total views, 1,228 views today |
|
|
|