ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার পাথরঘাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় পাথরঘাটা ফুটবল মাঠে প্রথম রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি মাধবকাটি পঞ্চাম গ্রাম ফুটবল একাদশ ক্লাব ও মাধবকাটি সপ্তাম গ্রাম ফুটবল ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। ১-৩ গোলের ব্যবধানে পঞ্চাম গ্রাম ফুটবল ক্লাব কে পরাজিত করে সপ্তাম গ্রাম একাদশ জয়লাভ করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন, রেফারি মুজিবুল হক। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন আমানুল্লাহ ও ফয়সাল। এ সময় দর্শক সারিতে ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. শাহাজান, ব্যবসায়ী আ: মাজেদ, আসাদুজ্জামান গাইন, নুরুল হক, জাহাঙ্গীর হোসেন, বুলো, কাদের প্রমুখ। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।