অক্টোবর ২২, ২০১৯
কালিগঞ্জে ভেকো মেশিন নিয়ে যাওয়া কেন্দ্র করে সংঘর্ষ, আটক-১
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের কাঁকশিয়ালী নদী খনন কাজে ব্যবহার করার জন্য ভেকো মেশিন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুচুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় গ্রামবাসী আবু সাঈদ (৪০) জানান, চাম্পাফুল ইউনিয়নের কাঁকশিয়ালী নদীর খনন কাজ শুরু হয়েছে। নদী খনন কাছের ঠিকাদার একই ইউনিয়নের রাজাপুর গ্রামের সাত্তার খাঁ। মঙ্গলবার বিকেলে ওই নদী খনন কাজে ব্যবহারের জন্য ঘুচুড়ি গ্রামের মৃত কওছার আলী গাজীর ছেলে রুহুল আমিনের নির্মিত পাকা দোকান ঘরের ভিট ভেঙ্গে ভেকো মেশিন ঢুকানোর চেষ্টা করে ঠিকাদার সাত্তার খাঁ’র লোকজন। এসময় দোকান মালিক রুহুল বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে রুহুল আমিন’র ভাগ্নে মনিরুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অপর দিকে ভেকো মেশিনের জানালার গ্লাস ভেঙ্গে যাওয়াসহ বেশ কিছু ক্ষয়-ক্ষতি হয়। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল ঘটনাস্থল থেকে দোকান মালিক রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। 8,571,859 total views, 10,564 views today |
|
|
|