ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের দখল নিয়ে বাস মালিক সমিতির সাইফুল করিম সাবু গ্রæপের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাস টার্মিনাল সূত্র জানায়, মালিক সমিতির সর্বশেষ আহŸায়ক অধ্যাপক আবু আহমেদের নেতৃত্বে সকালে শ্রমিকরা টার্মিনালে বর্তমান সভাপতি সাইফুল করিম সাবু ও তার সদস্যদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য টার্মিনালে অবস্থান নিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করেন। এরপর সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা ঘটনা স্থল পরিদর্শন করে টার্মিনালের অফিস কক্ষ সিল গালা করে দেন। এ বিষয়ে সাইফুল করিম সাবু জানান, সকালে আবু আহম্মেদ ২৫/৩০ জন লোক নিয়ে হঠাৎ টার্মিনালের অফিসে যায়। তখন অফিসে আমি এবং আমার সাথে তিন জন শ্রমিক কর্মকর্তা মিলন হোসেন, ইব্রাহিম ও আক্তারুজ্জামান উপস্থিত ছিল। আবু আহম্মেদ ও তার বাহিনী টার্মিনালের দখল নেবে বলে আমাকে বাইরে চলে যেতে বলে। আমি বাইরে যেতে রাজি না হলে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে আমার উপর চড়াও হয়। এ সময় আমি বাইরে চলে যেতে ওই শ্রমিক কর্মকর্তারা এ ঘটনার প্রতিবাদ করলে আবু আহম্মেদ বাহিনী তাদের উপর হামলা করে। এ সময় কয়েকজন অফিসের টেবিল চেয়ার ভাঙচুর শুরু করে। তারপর আমি বাইরে চলে আসি। তারা শ্রমিক কর্মকর্তা মিলন হোসেন, ইব্রাহিম ও আক্তারুজ্জামানকে বেধড়ক মারপিট করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। তবে, নির্বাচিত শ্রমিক কর্মকর্তাদের উপর হামলা করায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা আবু আহম্মেদ গ্রæপের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপারের বরাত দিয়ে ওসি আরও জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত মালিক সমিতির অফিস সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের কাছে সমিতির কার্যালয় হস্তান্তর করা হবে। সে অনুযায়ী সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা বাস টার্মিনালে হামলা: আহত-৫
https://www.facebook.com/dailysuprovatsatkhira/