অক্টোবর ২, ২০১৯
সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ : পাটকেলঘাটায় ছালমনির ক্লিনিক বন্ধ করতে ভবন মালিক রফিকুলের হামলা
ডেস্ক রিপোর্ট: প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা পরিশোধ করে ১৮ কক্ষের একটি ভবন ১৬ বছরের জন্য বন্দোবস্ত নিয়ে আরও ১ কোটি টাকা ব্যয় করে একটি ক্লিনিক পরিচালনা করে আসছিলেন পাটকেলঘাটার কুমিরার গোলাম ছালমনি। অথচ ছয় বছর না পুরতেই ক্লিনিকটি বন্ধ করে ভবন ফেরত নেওয়ার ষড়যন্ত্রে নেমেছে এর মালিক লালচন্দ্রপুর গ্রামের ফজিয়ার রহমানের ছেলে রফিকুল ইসলাম।বুধবার (২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ক্লিনিকের পরিচালক। তিনি বলেন বাধ্য হয়ে তিনি এ ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়েছেন। সংবাদ সম্মেলনে গোলাম ছালমনি বলেন, ২০১৩ সালে পাটকেলঘাটা বাজারের পূর্ব পাশে লালচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের কাছে বন্দোবস্তর সমুদয় টাকা পরিশোধ করে তিনতলা ভবনটি তিনি ১৬ বছর মেয়াদি বন্দোবস্ত নেন। কিন্তু মাত্র ছয় বছর পুরতেই ভবন মালিক রফিকুল ইসলাম শুরু করেন নানা ষড়যন্ত্র। তিনি ক্লিনিকটির ক্ষতি সাধনের চেষ্টা করেন। তিনি বলেন এ ব্যাপারে মামলা করা হলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এতে রফিকুল দারণ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ২৯ সেপ্টেম্বর সকালে রফিকুলের নেতৃত্ব বজলুর রহমানের ছেলে হাফিজুর, আচিমতলার মুনসেফ আলির পুত্র শওকত মোড়ল, লালচন্দ্রপুরের আবুল শেখের ছেলে মিলন, এসেম মিস্ত্রির ছেলে সবুর ও তাদের ১০/১৫ জন ভাড়াটে সন্ত্রাসী লাঠিসোঁটা, হাতুড়ি, রামদা, শাবল, কুড়াল নিয়ে ফিল্মি স্টাইলে ক্লিনিকের ভিতর ঢুকে পড়ে। তারা বিকট হুংকার দিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় তারা আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ইকো প্লাস আল্ট্রাসনোগ্রাফি, দুটি আল্ট্রাসনো প্রিন্টার, ইসিজি মেশিন, সিপিইউ, মনিটর, টিভি, ল্যাব কম্পিউটার, ল্যাব প্রিন্টারসহ এক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর ও লুট-পাট করে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গোলাম ছালমানির বাবা গোলাম সরোয়ার ও মা হুমায়রাকে মারপিট করে আহত করে। তারা এখনও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সংবাদ সম্মেলনে গোলাম ছালমনি বলেন, এ বিষয়ে তিনি পাটকেলঘাটা থানায় একটি মামলা দিয়েছেন। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে মামলাটি রেকর্ড করেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, ভবন মালিক রফিকুলের সন্ত্রাসের মুখে আমরা ও আমার ব্যবসা জিম্মি হয়ে পড়েছে। কোটি টাকা বিনিয়োগ করে তা এখন পানিতে গেছে। পাশাপাশি বন্দোবস্তর টাকাও খোয়া যাবার উপক্রম হয়েছে। গোলাম ছালমানি এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করে সন্ত্রাসী রফিকুল ও তার ভাড়াটে বাহিনীকে গ্রেফতারের দাবি জানান। 8,587,996 total views, 4,682 views today |
|
|
|