Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা পোস্ট অফিসে সিসি ক্যামেরার সামনে প্রতারণার ফাঁদ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পোস্ট অফিসে সিসি ক্যামেরা থাকা স্বত্বেও প্রতারণার ফাঁদে ফেলে এক দুস্থ নারীর ৪০ হাজার টাকা নিয়ে লাপাত্তা একটি প্রতারক চক্র। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পোস্ট অফিসের ক্যাশ কাউন্টারে এ ঘটনা ঘটে। সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে প্রতারক চক্রদের শনাক্ত করে শাস্তির দাবি এবং টাকা ফেরত পেতে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী রোজিনা খাতুন। অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে সাতক্ষীরা পোস্ট অফিসে টাকা উত্তোলন করতে যায় শহরের রেজিস্ট্রি অফিস পাড়ার বাসিন্দা মোছা. রোজিনা খাতুন। ক্যাশ কাউন্টারে দাঁড়ানোর পর কয়েকজন ব্যক্তি তার চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে। এ সময় রোজিনা খাতুনের সঞ্চয়কৃত ৯০ হাজার টাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে প্রতারক চক্রটি রোজিনার কাছে টাকা ভাঙানোর কথা বলে সেখান থেকে ৪০ হাজার টাকা সরিয়ে ফেলে। সেই মুহ‚র্তে রোজিনা খাতুন শারীরিক দুর্বলতা অনুভব করে দ্রæত বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে টাকা গুনে দেখা যায় সেখানে ৪০ হাজার টাকা কম। পরবর্তীতে সাতক্ষীরা পোস্ট অফিসে গিয়ে রোজিনা খাতুন সেই ব্যক্তিদের আর খুঁজে পাননি। তারপর পোস্ট অফিসের সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে পোস্ট অফিস কর্তৃপক্ষ নানান তাল-বাহানা করে। অনেক অনুরোধের পর পোস্ট অফিসের সিসিটিভির ফুটেজ দেখে প্রতারক ব্যক্তিদের ছবি তুলে রাখা হয়েছে। এমতাবস্থায় সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত পূর্বক প্রতারক চক্রকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ রোজিনার সঞ্চয়কৃত ৪০ হাজার টাকা ফেরত পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version