অক্টোবর ১২, ২০১৯
সাতক্ষীরায় শুদ্ধাচার সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫দফা দাবি আদায়ের লক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শুদ্ধাচার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টায় আইডিএসইবি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সদর ভূমি অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, আইডিএসইবি খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। আইডিএসইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুর রহমান তারেক’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইডিএসইবি সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দীন, মো. হাসানুজ্জামান, সফিকুল ইসলাম, উপদেষ্টা আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মো. বরকত উল্লাহ, সদস্য আশরাফুল ইসলাম, মো. নাজমুল হাসান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সার্ভেয়ার ও সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটি ঘোষিত আল্টিমেটাম’র সময় শেষ হয়েছে। কিন্তু আমাদের ন্যায্য দাবি এখনও পূরণ করা হয়নি। আমরা আশা করছি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের দু:খ কষ্টের যে ন্যায্য ৫ দফা দাবি তা পূরণ করবেন। আমরা আন্দোলন করছি তার মধ্যেও ভূমি সেবায় কেউ যেন হয়রানি না হয় সে লক্ষে আমরা জনগণের ভূমি সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।’ 8,889,984 total views, 877 views today |
|
|
|