ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা কৃষক লীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। ২০১৩ সালে সৃষ্ট ১শ’ ২২টি মামলা এবং জননেত্রী শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার অগ্রগতি দ্রæত সম্পন্ন করা, যারা শান্ত সাতক্ষীরাকে অশান্ত করছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বাঁধাগ্রস্ত করছে তাদেরকে চিহ্নিত করা হবে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। সে কারণে জনগণের ক্ষতি করে কোন কিছু করা হবে না। সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা, যানজট নিরসনে সাতক্ষীরা বাস-টার্মিনাল অন্যত্র স্থানান্তর করার জন্য জায়গা নির্ধারণ, প্রাণসায়ের’র লিজ দেওয়া দোকান অবৈধ নয়। সাতক্ষীরা প্রাণসায়ের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ নয়, স্থানান্তর করা হবে। আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে সাতক্ষীরাবাসীর সামগ্রিক উন্নয়নের স্বার্থে তাদের স্থানান্তর করে তার পর ব্যবস্থা। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপদের তালিকা অনুযায়ী সাতক্ষীরার বিভিন্ন সড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রাণসায়ের’র দু’ধারে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলবে অভিযান। শ্যামনগর’র গোমনতলী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল মুহিদ দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলায় তাকে বহিষ্কার করা হয়। এছাড়া আগামী ২০ অক্টোবর পর্যন্ত গুড় পুকুরের মেলা চলবে। আর কোনোমতে সময় বাড়ানো হবে না। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় অগ্রগতি ও পর্যালোচনা করা হয়। এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবুল গণি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলার আবু জাহেদ, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে.এম আনিছুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশীস সরদার, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।
সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/