মীর খায়রুল আলম: দেবহাটার সখিপুর বাজারস্থ সরকারি জমিতে স্থাপনা গড়ে তোলায় বাধা দেওয়ায় এক ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি জমিতে স্থাপনা বাধা দিতে গেয়ে আহত হন সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান।
হামলায় অহত ইউপি সদস্য জানান, উত্তর সখিপুর গ্রামের মৃত. নুর আলীর ছেলে মুনছুর আলী সরকারি পানি নিস্কাশনের ড্রেন ও পাশের জমি বন্ধ করে অবৈধ স্থাপনা গড়ে তুলছিল। বিষয়টি জানতে পেরে সেখানে যেয়ে নিষেধ করায় মুনছুর ও তার ছেলে আবু হাসান, আব্দুল হাকিম, ওসমান, শান্ত, জাহাঙ্গীর হামলা চালিয়ে শারীরিক ভাবে আহত করে। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন জানান, সরকারি জমি দখল করে স্থাপনা গড়ে তোলায় বাধা দেওয়ায় ইউপি সদস্য মোখলেছুর রহমানের উপর হামলার কথা শুনে আমি ঘটনাস্থালে পৌঁছে শাবল, কাঠের লাঠি উদ্ধার করি। এছাড়া হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দেবহাটা থানায় ৬জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা অভিযোগ দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি জমিতে স্থাপনায় বাধা দেওয়ায় ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/