Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে খাদ্য বান্ধব কর্মসূচী নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের স্বেচ্ছাচারিতা, খাদ্য বান্ধব কার্ড বাতিলের চেষ্টা ও চাহিদাপত্রে স্বাক্ষর না করায় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে শ্যামনগর সদরে মানববন্ধন, সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কৈখালী ইউনিয়নের হাজার হাজার হত দরিদ্র মহিলা পুরুষ এ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত হত দরিদ্র চাউল নিয়ে কোন মহালের চক্রান্ত কৈখালী মানুষ মেনে নেবে না। প্রয়োজনে চেয়ারম্যান রহিমকে কৈখালী থেকে বিতাড়িত করা হবে। সমাবেশে বক্তব্য রাখেন, কৈখালী সাবেক ইউপি সদস্য শাহনুর আলম, খাদ্য-বান্ধব ডিলার বাবলুর রহমান, ইউনিয়ন আ’লীগ নেতা ফজলুল হক মোল্যা, আবু দাউদ, শেখ মুজিবুর রহমান, আবুল কালাম, আব্দুল হামিদ ও কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জিএম রেজাউল করিম। সমাবেশ শেষে এক বিশাল র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version