অক্টোবর ২৪, ২০১৯
শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কৈখালীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নগদ ৪০ হাজার টাকায় দেনদরবারের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা পড়েছে বলে জানা যায়। মাদ্রাসা সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের নৈকাটী গ্রামের মোসাদের গাজীর ছেলে নৈকাটী সিরাতুন্নবী দাখিল মাদ্রাসার শিক্ষক নূরুল হক গাজী পুরাখালী গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ছাত্রী (১৩) কে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার মাদ্রাসার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে। শিক্ষক নূরুল হক গাজী শ্লীলতাহানি করায় ঐ ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। ছাত্রীর পরিবারের লোকজন স্থানীয় মোড়ল মাতব্বরদের কাছে বিষয়টি জানান। মাদ্রাসার প্রধান শিক্ষক নওশেরুজ্জামান অভিযুক্ত শিক্ষকের আপন বড় ভাই হওয়ায় মাদ্রাসার সকল শিক্ষকরা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ ঐ ওয়ার্ডের আ’লীগের সভাপতি বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য মেয়ের পিতাকে চাপ সৃষ্টি করে। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে গত ২০ অক্টোবর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ ঐ ওয়ার্ডের আ’লীগের সভাপতি বিষয়টি নগদ ৪০ হাজার টাকায় মিটমাট করে ধামা চাঁপা দেয়। একজন মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। মেয়ের পরিবারের নিকট জানার জন্য গেলে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি এ প্রতিনিধির উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠে। মাদ্রাসার শিক্ষক নূরুল হক গাজী বাড়িতে না থাকায় মোবাইলে যোগাযোগ করলে তার ফোনে রিং হলেও ফোন ধরেনি। ৯নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি আ: রহিম বিভিন্ন তর্কে বিতর্কে বিষয়টি এড়িয়ে যান। তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হোসেন বলেন, সব বিষয় বলা যায় না। কারণ এটা মাদ্রাসার বিষয়। এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক নওশেরুজ্জামান মোবাইল ফোনে বিষয়টি মিথ্যা বলে এড়িয়ে যান। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী বিষয়টি সত্য বলে জানান। ৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বলেন, আমি বিষয়টি শুনেছি তবে তারা মীমাংসা করে নিয়েছে। এতে আর কি করার আছে। কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, এ বিষয়ে ঐ এলাকার অনেক ব্যক্তি আমাকে জানিয়েছে, বিষয়টি সত্য। এলাকাবাসী সহ সচেতন মহল নৈকাটী সিরাতুন্নবী দাখিল মাদ্রাসার শিক্ষক নূরুল হক গাজীকে ছাত্রীকে শ্লীলতাহানির জন্য তদন্ত পূর্বক আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। 8,890,315 total views, 1,208 views today |
|
|
|