অক্টোবর ২৮, ২০১৯
মুন্সিগঞ্জে প্রশিক্ষপ্রাপ্ত যুবদের সার্টিফিকেট ও উপকরণ বিতরণ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের সার্টিফিকেট ও উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে দাতা সংস্থা অকসফার্ম এর আর্থিক সহযোগিতায় এবং সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে যুবদের পাইলট মেন্টরশীপ প্রশিক্ষণের সার্টিফিকেট ও উপকরণ বিতরণ করা হয়। শ্যামনগরের জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান। রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু, সিবিও অ্যালায়েন্স কমিটির সভাপতি শেহেলী পারভীন ঝর্ণা প্রমুখ। এছাড়া রি-কল ২০২১ প্রকল্পের এফ এফ দিবাকর ঘোষ, মীর হাছিবউল্যাহ, শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে প্রশিক্ষণে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৮ জন ইয়ুথ গ্রæপের সদস্য অংশগ্রহণ করেন। তারা মোবাইল সার্ভিসিং, দর্জি, পার্লার, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন।
8,889,410 total views, 303 views today |
|
|
|